- August 17th, 2022
সামনে বুদ্ধদেব (৩)
সুমন -ধরুন এই জিন্দালরা সরে যাবার পরে এই রকম মেজর কোনও শিল্প তো অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না।
সুমন -ধরুন এই জিন্দালরা সরে যাবার পরে এই রকম মেজর কোনও শিল্প তো অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না।
সুমন- এ বার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার মন্ত্রিসভার দু’জন মন্ত্রীর কথা। তাঁদের এক জনের কাজ ছিল, এই সব ব্যাপারে আপনার বিরোধিতা করা, তিনি কমল গুহ । আরএক জন, শৈলেন সরকার। আমি জানি না তিনি মন্ত্রী হবেন কি না। তিনি যে আছেন, সেটাই কোনও দিন টের পাইনি।
সুমন- আপনাদের আসল প্রতিদ্বন্দ্বী নির্বাচন কমিশন। বুদ্ধদেব ভট্টাচার্য- না, না, একেবারেই তা নয়। সুমন- তাহলে আপনার দল রোজ এ রকম চেঁচামেচি করছে কেন? বুদ্ধদেব ভট্টাচার্য - চেঁচামেচি করছে বলে তো মনে হয় না। আমার কানে তো আসেনি।
পিসির গোঁফ থাকলে বাবারা চার ভাই হতেন, এই জাতীয় আলোচনা অবশ্যই বুরবকের কম্মো। কী হলে কী হতে পারত, ইতিহাস তার ধার ধারে না, যা হয়েছে সেটাকেই কাটাছেঁড়া করা তার কাজ।
বৌ, নাপিত আর দাঁতের ডাক্তার কখনও বদলাতে নেই বলে উপদেশ শুনেছি। ঘাড়ে মাথা একটাই, বৌ বদলের চিন্তাকে প্রশ্রয় দেওয়ার